- Advertisement -

Dashboard

আপনাকে websoriful আর্নিং প্রোগ্রাম এ স্বাগতম

Please log in to start the Captcha work

অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট আপনার যদি এরকম কোন জব খুজে থাকেন, তাহলে সেটি হচ্ছে captcha entry job.  অর্থাৎ ক্যাপচা টাইপিং জব করে আপনি অনলাইনে থেকে ইনকাম করতে পারবেন।  captcha entry job আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

 তো চলুন কথা না বাড়িয়ে captcha typing job daily payment বিস্তারিত আলোচনা করা যাক।

captcha entry কি ?

কোন website অথবা অ্যাপ সিকিউরিটি ঠিক রাখার জন্য লগইন অথবা রেজিস্ট্রেশন বা কন্টাক্ট ফর্মে ক্যাপচা দিয়ে দেয়া হয়। যাতে করে সেই ওয়েবসাইটে  হ্যাকাররা সহজে অ্যাটাক করতে না পারে। captcha  হল ওয়েবসাইট সিকিউরিটি রাখার একটি সিস্টেম।

captcha typing job কি ?

captcha typing কোন জব হতে পারে না। তবে বিভিন্ন সাইটে ইউজারদের ধরে রাখার জন্য  তাদেরকে ক্যাপচা টাইপিং করতে বলা হয়।  এর বিনিময়ে যাদেরকে কিছু পারিশ্রমিক দেওয়া হয়।

ক্যাপচা টাইপিং এটা কোন লাভজনক ব্যবসা নয়। ইউজারদের জন্য নয় এবং ওয়েবসাইটের মালিকদের জন্য নয়।  তবে ওয়েবসাইটে ভিজিটর ধরে রাখার জন্য একটা টেকনিক মাত্র।  এর বিনিময়ে কোন ওয়েবসাইটে ইউজারদেরকে ধরে রাখা যায়।  যার ফলে একটি ওয়েবসাইটে ইউজারদের বাউন্ড রেট কমে যায়।

captcha typing job daily payment

 যদিও ক্যাপচা এটি কোন প্রকার জব হতে পারে না তবে এই ওয়েবসাইটে ক্যাপচা আনটি যুক্ত করা হয়েছে যার ফলে ইউজাররা এই ক্যাপ্টেনটি পূরণ করে পয়েন্ট পেতে পারে। আপনিও প্রতিদিন 10 থেকে 20 টি  ক্যাপচা এন্ট্রি করে অনলাইন ইনকাম বিকাশ পেমেন্ট নিতে পারবেন।

 প্রত্যেকটা captcha typing এর জন্য আপনি দৈনিক 3 থেকে 5টা পয়েন্ট উপার্জন করতে পারবেন। এবং আপনার যখন বেশি পয়েন্ট হবে সেই পয়েন্টগুলো বিনিময়ে টাকা নিতে পারবেন।

 আপনি হয়তো জানেন এই ওয়েবসাইট থেকে সর্বনিম্ন ২৫ টাকা উইড্র দেওয়া যায়। ২৫ টাকা তুলতে হলে আপনার একাউন্টে ২৫০ টি পয়েন্ট থাকতে হবে। ক্যাপচা এটি কাজ ছাড়াও আপনি অন্যান্য কাজ করে এই পয়েন্ট গুলো অর্জন করতে পারেন। 

 এ সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন অথবা পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন: [email protected]

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO